MASIGNCLEAN101

Xiaomi Redmi Note 11 price in Bangladesh And Bangla Review.

Xiaomi Redmi Note 11 price in Bangladesh And Bangla Review.
Xiaomi Redmi Note 11 ফোনটি কোম্পানি 26 জানুয়ারী 2022-এ ঘোষণা করেছিল এবং 09 ফেব্রুয়ারি 2022-এ এটি বাজার এ ছাড়া হয় । আজকে আমরা কথা বলব Xiaomi Redmi Note 11 ফোনটির বিস্তারিত নিয়ে ।

২০২২ এ এসে মোবাইল ফোন কম্পানি গুলো যেনো টেক লাভারদের টাকা চেটে পুটে খাওয়ার জন্য একের পর এক বাজেট ফোন বাজারে লন্স করেই যাচ্ছে । 

 সেই দিক থেকে পিছিয়ে নেই Xaiomi. সেও বাজারে নিয়ে চলে এলো Xiaomi Redmi Note 11. তো চলুন দেখি Xaiomi তাদের Redmi সিরিজের ফোনটিতে কি কি দিচ্ছে?

Xiaomi Redmi Note 11 Price In Bangladesh.

xiaomi redmi note 11 price in bd is 18,999 Taka.



Xiaomi Redmi Note 11
Xiaomi Redmi Note 11

Xiaomi Redmi Note 11 Specification Common :


  • মডেল : Xiaomi Redmi Note 11,
  • দাম : 18,999 টাকা,
  • কালার : Graphite Gray, Pearl White & Star Blue
  • ডিসপ্লে : 6.43″ AMOLED (1080 x 2400 pixels)
  • ভেরিয়ান্ট : 6GB/128GB & 8GB/128GB,
  • ক্যামেরা: 50MP+8MP+2MP+2MP মেগাপিক্সেল ( ব্যাক ) । 13 মেগাপিক্সেল ( সেলফি ),
  • প্রসেসর :  Octa-core 2.4 GHz Kryo,
  • ওপারেটিং সিস্টেম : Android 11 Operating system,
  • ব্যাটারি : Li-Po 5000 mAh.
  •  

    Display:

    ফোনটিতে 6.43 ইঞ্চি AMOLED ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16M রঙ সমর্থিত পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে । ফোনটির রেজোলিউশন 1080 x 2400 পিক্সেল । এবং এটির পিপিআই 409 । 


    Body and sensors:
    ফোনটিতে প্লাস্টিকের বডি ব্যাবহার করা হয়েছে । মোবাইলটি বাজারে ৩টি রঙে পাওয়া যাচ্ছে। এই রংগুলি হল Graphite Gray, Pearl White & Star Blue. সাইডে ফিঙ্গারপ্রিন্ট ব্যাবহার করা হয়েছে । সেন্সর হিসেবে ব্যাবহার করা হয়েছে  accelerometer, gyro, proximity, compass sensor । ফোনটিতে ফেস-আনলক সুবিধাও রয়েছে ।

    Network:
    ফোনটি  নেটওয়ার্ক সুবিধা হিসবে দেওয়া আছে 2G, 3G এবং 4G  । তাছাড়া GPRS এবং EDGE সুবিধাও রয়েছে। ফোনে HSPA 42.2/5.76 Mbps, LTE-A (CA) গতি।

    Performance:
    ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে Android 11 এবং Qualcomm SM6225 Snapdragon 680 4G (6 nm), এছাড়াও ব্যাবহার করা হয়েছে Octa-core (4×2.4 GHz Kryo 265 Gold & 4×1.9 GHz Kryo 265 Silver)।

    RAM and ROM:
    কোম্পানি 4টি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ করেছে। 4GB/64GB, 6GB/64GB, 4GB/128GB এবং 6GB/128GB এর । গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স, র‍্যাম মোটামুটি ভালো আশা করা যায়। FHD-মানের গ্রাফিক্স গেমগুলি সহজেই চালানো যাওয়ার কথা এবং বেশ মসৃণভাবে খেলা যাওয়ার কথা।

    Camera:
    ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে 50MP+8MP+2MP+2MP এর ৪ টি ক্যামেরা । যার সাহায্যে সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে একটি 13MP সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারবেন। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে সর্বাধিক 1080p@30fps ভিডিও রেকর্ড করা যাবে এবং ৷ ফোনের সেলফি ক্যামেরা দিয়ে উচ্চ-মানের সেলফির কাজ করা যাবে।

    Battery:
    সাওমি তাদের এই ফোনটিতে অপসারণযোগ্য Li-Po 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে । যার সাহায্যে আপনি গড়ে 126 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 16:11 ঘন্টা নেট ব্রাউজিং পেতে পারেন। সম্পূর্ণ চার্জে, আপনি 3G-তে প্রায় 37:29 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। 33W ফাস্ট চার্জিং সহ ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 60 মিনিট সময় নেবে।

    xiaomi redmi note 11 price in bangladesh:

    xiaomi redmi note 11 price in bd is 18,999 Taka.



    Share This :
    Admin