MASIGNCLEAN101

Samsung Galaxy M33 5G price in Bangladesh And Bangla Review.

Samsung Galaxy M33 5G price in Bangladesh And Bangla Review.
Samsung Galaxy M33 5G ফোনটি কোম্পানি 04 মার্চ 2022-এ ঘোষণা করেছিল এবং 08 এপ্রিল 2022-এ এটি বাজার এ ছাড়া হয় । আজকে আমরা কথা বলব Samsung Galaxy M33 5G ফোনটির বিস্তারিত নিয়ে ।

২০২২ এ এসে মোবাইল ফোন কম্পানি গুলো যেনো টেক লাভারদের টাকা চেটে পুটে খাওয়ার জন্য একের পর এক বাজেট ফোন বাজারে লন্স করেই যাচ্ছে ।

সেই দিক থেকে পিছিয়ে নেই Samsung. সেও বাজারে নিয়ে চলে এলো Samsung Galaxy M33 5G. তো চলুন দেখি Samsung কি কি দিচ্ছে আমাদের এই ফোনটতে 

 Samsung Galaxy M33 5G Price in Bangladesh.


Samsung Galaxy M33 5G
Samsung Galaxy M33 5G

Samsung Galaxy M33 5G Specification Common :


  • মডেল : Samsung Galaxy M33 5G,
  • দাম : 30,999 Taka টাকা,
  • কালার : Green, Blue & Brown,
  • ডিসপ্লে : 6.6″ TFT LCD (1080 x 2408 pixels),
  • ভেরিয়ান্ট : 6GB/128GB & 8GB/128GB,
  • ক্যামেরা: 50MP+5MP+2MP+2MP মেগাপিক্সেল ( ব্যাক ) । 8 মেগাপিক্সেল ( সেলফি ),
  • প্রসেসর :  Octa-core 2.4 GHz Cortex,
  • ওপারেটিং সিস্টেম : Android 12 operating system,
  • ব্যাটারি : Li-Po 6000 mAh.

  • Samsung Galaxy M33 5G full Specification And Samsung Galaxy M33 5G Bangla Review:


    কোম্পানি এই ডিভাইসটি 04 মার্চ 2022-এ ঘোষণা করেছিল এবং 08 এপ্রিল 2022-এ রিলিজ করেছিল।

    Display :

    উক্ত ফোনটিতে 6.6 ইঞ্চি TFT LCD ক্যাপাসিটিভ  এবং 16 মিলওন রঙ সমর্থিত Type-V নচ ডিসপ্লে রয়েছে । ফোনটির রেজোলিউশন 1080 x 2408 পিক্সেল, যার PPI 400।

    Body and sensors :

    ফোনটিতে (Gorilla Glass 5), প্লাস্টিকের ফ্রেম,পিছনে প্লাস্টিক ব্যাবহার করা হয়েছে । ফোনটি বাজারে ৩টি রঙে পাওয়া যাচ্ছে। রঙগুলি হল সবুজ, নীল এবং বাদামী ।ফোনটিতে সেন্সর হিসেবে ব্যাবহার করা হয়েছে accelerometer, gyro, proximity, light sensor। সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট বেশ নিখুঁতভাবে দ্রুত কাজ করে। ফেস আনলকও অনেক ভালো ভাবেই পারফর্মেন্স করে ।

    Network :

    ফোনটি 3G, 4G, এবং 5G নেটওয়ার্ক সুবিধাগুলি পাওয়া যাচ্ছে। তাছাড়া GPRS এবং EDGE সুবিধাও রয়েছে। ফোনটিতে রয়েছে HSPA 42.2/5.76 Mbps, LTE-A, 5G গতি।

    Performance :

    ফোনটিতে ব্যাবহার করা হয়েছে  Android 12 অপারেটিং সিস্টেম এবং Exynos 1280 (5 nm), Octa-core (2×2.4 GHz Cortex-A78 এবং 6×2.0 GHz Cortex-A55) প্রসেসর।

    RAM and ROM :

    কোম্পানি ফোনটি 6GB/128GB এবং 8GB/128GB ভেরিয়েন্টে লঞ্চ করেছে। গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স, র‍্যাম মোটামুটি ভালো। FHD-মানের গ্রাফিক্স গেমগুলি সহজেই খেলা যায় এবং বেশ মসৃণভাবে খেলা যায়।

    Camera :

    ফোনের পিছনে রয়েছে 50MP+5MP+2MP+2MP ক্যামেরা যার সাহায্যে সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4K@30fps ভিডিও রেকর্ড করা যাবে। তাছাড়া, ফোনটিতে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে  সুন্দর মানের ছবি এবং সেলফি তোলা যেতে পারে। তাছাড়াও সামনের ক্যামেরা দিয়ে সর্বাধিক 1080p@30fps ভিডিও রেকর্ড করা যাবে ৷ ফোনের ক্যামেরা দিয়ে উচ্চ-মানের সেলফির কাজ অনায়াসে করা যেতে পারে।

    Battery :

    মোবাইলটিতে একটি নন-রিমোভাল Li-Ion 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি গড়ে 134 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 17 ঘন্টা নেট ব্রাউজিং পেতে পারেন। সম্পূর্ণ চার্জে, আপনি প্রায় 35 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারেন। 25W ফাস্ট চার্জিং সহ ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2:20 ঘন্টা সময় নেবে৷

    Tag:
     Samsung Galaxy M33 5G Price in Bangladesh
     Samsung Galaxy M33 5G Price in bd.


    Share This :
    Admin