MASIGNCLEAN101

Vivo y15s price in Bangladesh and review.

Vivo y15s price in Bangladesh and review.

 

এবং আজকে আমরা কথা বলবো vivo y15s price in Bangladesh and review নিয়ে ।


সম্মানিত পাঠক, আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের বাজেট ফোনগুলোর মধ্যে সারা জোগানো ফোন Vivo Y15S নিয়ে । 

সময়ের সাথে পাল্লা দিয়ে Vivo ও বাজারে লঞ্চ করেছে তাদের Vivo Y15Sফোনটি ।

বাংলাদেশে Vivo Y15S এর দাম সহ অনানুষ্ঠানিক, লঞ্চের তারিখ, রিভিউ, রং, ভেরিয়েন্ট,ফিচার,  RAM, অভ্যন্তরীণ স্টোরেজ, সাইজ, পারফরম্যান্স, তুলনা এবং  সম্পূর্ণ স্পেসিফিকেশন নিচে দেওয়া হল ।


vivo y15s price in bangladesh
vivo y15s price in bangladesh



একনজরে ফোনটিতে যা যা রয়েছে : vivo y15s স্পেসিফিকেশন :


Model:

Vivo Y15C

Price in Bangladesh:

12,000 Taka (Expected)

Colors:

Wave Green & Mystic Blue

Display:

6.51″ IPS LCD (720 x 1600 pixels)

Camera:

Back: 13MP+2MP and Front: 8MP

Variant:

3GB/32GB & 3GB/64GB

Processor:

Octa-core 2.3 GHz Cortex

Battery:

Li-Po 5000 mAh

 

 

 

Vivo y15s Full Specification and vivo y15s Bangla Review:


কোম্পানি এই ডিভাইসটি 09 নভেম্বর 2021-এ ঘোষণা করেছে এবং 09 নভেম্বর 2021-এ রিলিজ করেছে।


Display:

Vivo তাদের এই ফোনটিতে 6.51 ইঞ্চি IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16M রঙ সমর্থিত V-টাইপ নচ ডিসপ্লে দিয়েছে । ফোনটির ডিসপ্লের রেজোলিউশন 720 x 1600 পিক্সেল, যার PPI 270।


Camera:

Vivo তাদের এই y15s ফোনটিতে 13MP+2MP এর ক্যামেরা দিয়েছে । যার সাহায্যে সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করা যায়। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে  8MP যা দিয়ে সুন্দর মানের ছবি এবং সেলফি তোলা যাবে। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বাধিক 1080p@30fps ভিডিও রেকর্ড করা যাবে৷ 


Body and sensor:

মোবাইলটিতে ব্যাবহার করা হয়েছে প্লাস্টিক বডি ।, মোবাইলটির উচ্চতা 164 মিমি, চওড়া 75.2 মিমি এবং পুরুত্ব 8.3 মিমি। এটির ওজন 179 গ্রাম । মোবাইলটি বাজারে ২টি রঙে পাওয়া যাচ্ছে। রঙগুলি হল Wave green And Mystic Blue।এবং সেন্সর হিসেবে ব্যাবহার করা হয়েছে  accelerometer, gyro, proximity, compass sensor। সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ ফোনটির সাইডে লক বাটনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে । সাথে সঠিক এবং সুরক্ষিত ফেস আনলক ব্যাবহার করা হয়েছে ।


Network:

ফোনটিতে যুগের সাথে তাল মিলিয়ে সকল নেটোয়ার্ক অর্থাৎ 2G, 3G এবং 4G সুবিধা রয়েছে। তাছাড়া GPRS এবং EDGE সুবিধাও রয়েছে। ফোনে HSPA 42.2/5.76 Mbps, LTE গতি।


Performance:

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 (Go edition) অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক MT6765 Helio P35 (12nm), Octa-core (4×2.3 GHz Cortex-A53 এবং 4×1.8 GHz Cortex-A53) ।


Ram and Rom:

কোম্পানি ফোনটি 4টি ভেরিয়েন্ট 3GB/32GB এবং 4GB/64GB এ লঞ্চ করেছে। গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স, র‍্যাম মোটামুটি ভালো পারফরমেন্স করার কথা। এইচডি-মানের গ্রাফিক্স গেমগুলি সহজেই চালানো যাবে  এবং বেশ মসৃণভাবে খেলা যাবে বলে আমরা আশাবাদী ।


Battery:

মোবাইলটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি গড়ে 134 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 15 ঘন্টা নেট ব্রাউজিং পেতে পারেন। সম্পূর্ণ চার্জে, আপনি 3G-তে প্রায় 35 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2:30 ঘন্টা সময় লাগবে।


Vivo y15s price in Bangladesh and Bangla review:

=  11,900 Taka.


Share This :
Admin