MASIGNCLEAN101

Walton Primo S8 Mini Price in Bangladesh And Bangla Review.

আসসালামু-ওয়ালাইকুম । আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি Walton s8 mini ফোনটির । 


অনেকদিন পর দেশীয় ব্র্যান্ড Walton একটি বাজেট ফোন লঞ্জ করেছে । এবং লঞ্জ করার সাথে সাথেই ফোনটি নিয়ে ব্যাপন সমালোচনা তৈরি হয়ে গিয়েছে । কারণ এতো কম বাজেটে আসলে Walton অনেক কিছু প্রভাইড করছে এই ফোনটিতে । তো চলুন দেখে নেওয়া যাক Walton Primo S8 Mini Specification.


Walton S8 Mini
Walton S8 Mini

ফোনটিতে যা যা রয়েছে : Walton Primo S8 Mini Specification.

  • মডেল : Walton Primo S8 Mini
  • দাম : 12,499  টাকা ।
  • কালার : Stone White, Ink Black & Forest Green
  • ডিসপ্লে : 6.53″ LTPS IPS INCELL LCD (1080 x 2340 Pixels)
  • ভেরিয়ান্ট : 4GB/64GB  &  6GB/64
  • ক্যামেরা: 16 মেগাপিক্সেল ( ব্যাক ) 13 মেগাপিক্সেল ( সেলফি )
  • প্রসেসর :  Qualcomm SDM665 Snapdragon 665 (11 nm),
  • সিকিউরিটি : FingerPrint .
  • ওপারেটিং সিস্টেম : Android 11 Operating system 
  • ব্যাটারি : Li-Po 5000 mAh.

Walton Primo S8 Mini 6.53 ইঞ্চি ফুল HD+ LTPS  ডিসপ্লে রয়েছে । ডিসপ্লেটি একটি ফুল-ভিউ বাম পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে। 16+8+2+2 এমপিয়ার মেইন ক্যামেরা এবং পিডিএএফ, ডেপথ সেন্সর, আল্ট্রাওয়াইড, এলইডি ফ্ল্যাশ, f/1.8 অ্যাপারচার, ম্যাক্রো লেন্স ইত্যাদি বৈশিষ্ট্য এবং 4K ভিডিও রেকর্ডিং সহ পিছনের একটি ক্যামেরা কোয়াড রয়েছে । সামনের ক্যামেরাটি 13 এমপির। Primo S8 Mini 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। এতে 4 বা 6 GB RAM, 2.2 GHz অক্টা-কোর CPU এবং Adreno 610 GPU পর্যন্ত রয়েছে। এটি একটি 11 nm Qualcomm Snapdragon 665 চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি ব্যাক-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল সিম, ফেস আনলক, ভিওএলটিই সাপোর্ট, ইউএসবি টাইপ-সি ইত্যাদি।

Walton Primo S8 Mini Full Review In Bangla:

Display :
ফোনটিতে রয়েছে 6.53 ইঞ্চি LTPS IPS INCELL LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16M রঙ সমর্থি পাঞ্চ-হোল ডিসপ্লে। ডিসপ্লে এর রেজোলিউশন 1080 x 2340 পিক্সেল। এবং এটির পিপিআই 395 ।

Body and sensors :
সামনের দিকে গ্লাস এবং পিছনে প্লাস্টিকের তৈরি, মোবাইলটির উচ্চতা 163.65 মিমি, চওড়া 77.65 মি.মি. এবং পুরুত্ব 9.15 মি.মি.। এর ওজন 205 গ্রাম। মোবাইলটি বাজারে ৩টি রঙে পাওয়া যাচ্ছে। রঙগুলি হল Stone White, Ink Black & Forest Green। রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বেশ সঠিকভাবে দ্রুত কাজ করে । সেন্সর হচ্ছে Accelerometer, gyro, proximity, compass sensor। ফেস আনলকও রয়েছে ফোনটিতে ।

Network :

ফোনটিতে 2G, 3G, এবং 4G নেটওয়ার্ক এর সুবিধা রয়েছে। তাছাড়া GPRS এবং EDGE সুবিধাও রয়েছে। 

Performance : 
ফোনে Android 11 অপারেটিং সিস্টেম এবং Qualcomm SDM665 Snapdragon 665 (11 nm), Octa-core (4×2.0 GHz Kryo 260 Gold & 4×1.8 GHz Kryo 260 Silver) প্রসেসর ব্যাবহার করা হয়েছে ।

RAM and ROM : 
কোম্পানি 4GB/64GB এবং 6GB/64GB এর দুটি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ করেছে। গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স, র‍্যাম মোটামুটি ভালো হবে এবং FHD-মানের গ্রাফিক্স গেমগুলি সহজেই চালানো যাবে এবং বেশ মসৃণভাবে খেলা যাবে এই আসা করা যাচ্ছে ।

Camera : 
ফোনের পিছনে রয়েছে 16MP+8MP+2MP+2MP ক্যামেরা যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4k@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে একটি 13MP সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে আপনি সুন্দর মানের সেলফি তুলতে পারবেন। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4k@30fps ভিডিও রেকর্ড করতে পারেন। ফোনের ক্যামেরা দিয়ে উচ্চ-মানের সেলফির কাজ অনায়াসে করা যাবে বলে ধারণা করা যাচ্ছে ।

Battery:
মোবাইলটিতে একটি নন-রিমুভেবল Li- Polymer 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি গড়ে 132 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং 15 ঘন্টা পর্যন্ত নেট ব্রাউজিং পেতে পারেন। সম্পূর্ণ চার্জে, আপনি প্রায় 36 ঘন্টা পর্যন্ত কথা বলা যাবে বলে জানা গেছে। 18W দ্রুত চার্জিং সহ ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2 ঘন্টা সময় নেবে।

Walton Primo S8 Mini Price in Bangladesh :
12,499 Taka.



Share This :
  আল-ফাত্তাহ্

আমি একটি সাধারণ পরিবারের, অতি সাধারণ ছেলে। লিখতে ভালো লাগে তাই লিখি। এবং আরো ভালো লাগে যদি আমার লেখা পড়ে কেও উপকৃত হয়৷