MASIGNCLEAN101

Xiaomi Redmi 10A Price In Bangladesh And Bangla Review.

২০২২ এর এই মাঝামাঝি সময়ে এসে মোবাইল কম্পানি গুলো যেনো প্রতিযোগিতা দিয়ে একের পর এক মোবাইল বের করেই চলেছে ।


প্রতিটি ফোন ২০২১ সালে তাদের বাজেট ফোন খুব একটা বেশী না দেখা গেলেও এখন ২০২২ এ এসে প্রতিটি কম্পানি এত্ত এত্ত বাজেট ফোন বের করে চলেছে যে আমরা কনফিউশোনে পড়ে গিইয়েছি কোনটা ছেড়ে কোনটা কিনব । কোনটা আমাদের জন্য ভালো হবে ?


সময়ের সাথে তাল মিলিয়ে Xaiomi এবার নিয়ে এলো বাজেট ফোন xiaomi redmi 10a. তো চলুন এক নজরে দেখে নেই কি কি জনপ্রীয়ো স্পেসিফিকেশন থাকছে এই ফোনটিতে ।



ফোনটিতে যা যা রয়েছে : Xiaomi Redmi 10a Specification.


  • মডেল : Xiaomi Redmi 10a.
  • দাম : 9,999 টাকা ।
  • কালার : Black, Silver & Blue,
  • ডিসপ্লে : 6.53″ IPS LCD (720 x 1600 pixels)
  • ভেরিয়ান্ট : 2GB / 32GB, 3GB / 32GB,  4GB / 64GB,  4GB / 128GB & 6GB  / 1 28GB.
  • ক্যামেরা: 13 মেগাপিক্সেল ( ব্যাক ), 5 মেগাপিক্সেল ( সেলফি )
  • প্রসেসর :  Octa-core 2.0 GHz Cortex.
  • সিকিউরিটি : FingerPrint .
  • ওপারেটিং সিস্টেম : Android 11 Operating system 
  • ব্যাটারি : Li-Ion 5000 mAh.

Xiaomi Redmi 10a Full Review In Bangla:


Display :

সাওমি তাদের এই ফোনটিতে ব্যাবহার করেছে 6.53 ইঞ্চি IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, এবং 16 মিলিওন কালার সমর্থিত টাইপ-V নচ ডিসপ্লে। ফোনের রেজোলিউশন 720 x 1600 পিক্সেল, এর PPI 269। দাম অনুসারে ডিসপ্লেটি ঠিক ঠাক বলেই আমাদের মনে হয়েছে ।

Boday and sencor :

সাওমির এই ফোনের সামনের দিকে গ্লাস এবং পিছনে প্লাস্টিক ব্যাবহার করা হয়েছে , মোবাইলটির উচ্চতা 164.9 মি.মি.  চওড়া 77 মি.মি.  এবং পুরুত্ব  9 মি.মি.। ফোনটির ওজন 194 গ্রাম এবং এই মোবাইলটি 3টি রঙে পাওয়া যায়। এই রংগুলি হল কালো, সিলভার এবং নীল। ফোনটিতে সেন্সর হিসেবে ব্যাবহার করা হয়েছে Accelerometer, Proximity, light sensor সেন্সর। সাথে সিকিউরইটি হিসেবে ব্যাবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক । এই বাজেটের ফোনে ফেস আনলক সত্যি অনেক বড় কিছু ।


Netowrk :

ফোনটিতে নেটোয়ার্ক হিসেবে ব্যাবহার করা হয়েছ 2G, 3G এবং 4G নেটওয়ার্ক । তাছাড়াও এই ফোনটিতে GPRS এবং EDGE সুবিধাও রয়েছে। ফোনটির HSPA 42.2/5.76 Mbps, LTE গতি।


Performance :

সাওমির এই ফোনটি রান করছে Android 11 অপারেটিং সিস্টেম এ । এবং এটিতে প্রসেসর হিসেবে দেওয়া  হয়ইয়েছে MediaTek MT6762G Helio G25 (12 nm), Octa-core (4×2.0 GHz Cortex-A53 এবং 4×1.5 GHz Cortex-A53)।


Ram and Rom :

এই ফোনটির সব থেকে বড় ধামাকা হলো কোম্পানি 2GB/32GB, 3GB/32GB, 4GB/64GB, 4GB/128GB এবং 6GB/128GB এই 5টি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ করেছে। গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স, র‍্যাম মোটামুটি ভালো হবে বলে আমরা আশাবাদী। ধারণা করা যাচ্ছে উচ্চ-মানের গ্রাফিক্স গেমগুলি সহজেই চালানো যাবে এবং বেশ মসৃণভাবে খেলা যাবে । তবে এই ক্ষেত্রে আবশ্যই আপনাকে বেশী র‍্যাম এবং রম এর ডিভাইসটি নিতে হবে ।


Camera :

ফোনের পিছনে রয়েছে একটি 13MP ক্যামেরা। রয়েছে যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি পেতে পারেন এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়াও, ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৫ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা যা দিয়ে আপনি সুন্দর মানের ছবি তোলা সম্ভব। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বাধিক 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পার্বেন ৷ 


বিঃদ্রঃ আপনি ফোনটি কেনার আগে ফোনের ক্যামেরা ওপেন করে ভালোভাবে চেক করে নিবেন । কারণ অনেক সময় স্পেসিফিকেশন এর মেগাপিক্সেল অনুযায়ী ক্যামেরা এতো ভালো পারফরমেন্স নাও করতে পারে ।


Battery :

মোবাইলটিতে নন-রিমোভাল Li-Ion 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি একটানা 132 ঘন্টা স্ক্রীন ওপেন করে রাখতে পারবেন এবং 14 ঘন্টা নেট ব্রাউজিং করতে পারবেন। সম্পূর্ণ চার্জে, আপনি টানা প্রায় 38 ঘন্টা কথা বলতে পারবেন। ফোনটি 10W চার্জিং সহ সম্পূর্ণ চার্জ হতে প্রায় 2:30 ঘন্টা সময় নেবে৷

xiaomi redmi 10a price in bangladesh:

9,999 Taka.



Share This :
  আল-ফাত্তাহ্

আমি একটি সাধারণ পরিবারের, অতি সাধারণ ছেলে। লিখতে ভালো লাগে তাই লিখি। এবং আরো ভালো লাগে যদি আমার লেখা পড়ে কেও উপকৃত হয়৷