MASIGNCLEAN101

এই সেটিং করলে ফোন কখনোই হ্যাং, স্লো হবে না ।

এই সেটিং করলে ফোন কখনোই হ্যাং, স্লো হবে না ।
মোবাইল ফোন নিয়ে আমরা প্রায় একটা সমস্যা ফেস করি সেটি হলো ফোন গরম হয়ে যাওয়া বা হ্যাং করা । আর কি করলে আপনার ফোনটি অতিরিক্ত গরম হবে না হ্যাং করবে না আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করব ।

একটা জিনিস আমরা খেয়াল করলেই বুঝতেপারি ফোনটি গরম হলেই  সাধারণত হ্যাং করে । গরম না হলে কিন্তু ফোনটি খুব বেশী হ্যাং করে না ।

আর ফোন তখনি গরম হয় যখন ফোনের উপর খুব বেশি চাপ প্রয়োগ করা হয় । যেমন ঃ অনেক সময় ধরে গেইম খেলা, বা ব্যাকগ্রাউন্ড এ অনেক অ্যাপ চালু করে রাখা, বা অনেক সময় ধরে ফোন একটানা  ব্যাবহার করা ইত্যাদি ।





আর অতিরিক্ত গরম এর ফলে ফোনের কোন ফাংশোনই ঠিক মতো কাজ করে না আর রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাই ফোন হ্যাং ।

আমরা এখন ফোনের কয়েকটি সেটিং নিয়ে আলোচনা করব যেই সেটিং গুলো করলে আপনার ফোনটি গরম হওয়া অনেকটাই কমে যাবে । ফলে হয়াঞ হোওয়া থেকেও অনেকটা রক্ষা পাবে।

তো চলুন বেশি কথা না বলে শূরু করা যাক ।


Animation Scale:

প্রথমেই আপনাকে আপনার সেটিংস অপশনে যেতে হবে । 

তারপর আপনাকে আপনার About Phone  অপশনটিতে যাতে হবে ।

About Phone এ ক্লিক করে একটু নিচের দিকে আসলেই আপনার ফোনের বিল্ড নম্বর টি দেখতে পাবেন।

এবার আপনাকে না থেমে পর পর  টানা ১০ বার বিল্ড নম্বরে ক্লিক করতে হবে । এর ফলে আপনার ফোনে Developer Option নামের একটি অপশন চালু হবে।

ফোনের সেটিং অপশন গুলোর মধ্যে থেকে আপনাকে  Developer Option অপশনটি খুজে বের করতে হবে। এটি সাধারণত ফোনের Systen Setting এর মধ্যেই থাকে ।

এরপর আপনাকে Developer Option এ প্রবেশ করে অপশন টি যদি বন্ধ করা থাকে তাহলে ওপরে ক্লিক করে ওপেন করে নিতে হবে। 

Developer Option চালু  হওয়ার পর নিচের দিকে স্ক্রল করে নিম্ন লিখিত ৩টি অপশন খুজে বের করতে হবে ,

  • Window Animation Scale
  • Transition Animation Scale
  • Animator Duration Scale

উপরে উল্লেখিত অপশন  ৩ টিতে ক্লিক করলে সেখানে দেখতে পাবেন প্রতিটি অপশোনে Animation Scale 1x নামের একটি অপশন সিলেক্ট করা থাকবে ।

এটি পরিবর্তন করে Animation Scale 0.5x বা .5x করে দিতে হবে ।

এরপর এই ৩ টি অপশন পরিবর্তন করার পর আপনাকে স্ক্রল করে আরো নিচের দিকে আসতে হবে । এবং Background Process Limit নামের অপশনটি খুজে বের করতে হবে ।

এখানে Standard Limit নামে একটি অপশোন সেভ করা থাকবে । এটিকে পরিবর্তন করে At Most 3 Process অপশোনটিতে সিলেক্ট করে দিতে হবে ।

( এই অপশোনটি সিলেক্ট করে দেওয়ার ফলে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ড এ ৩ টার বেশী অ্যাপ একসাথে ওপেন থাকবে না । এর ফলে আপনার প্রসেসর এর ওপর লোড কম পড়বে  ফলে ফোন আর বেশী গরম হবে না )


Password and security:

আবারো আপনি আনার ফোনের সেটিং অপশোনটিতে চলে যাবেন । এরপর নিচের দিকে আসলে Password and security অপশোন নামে একটি অপশন পেয়ে যাবেন ।
 
এর মধ্যে প্রবেশ করলেই নিজের দিকে Location নামের একটি অপশন পেয়ে যাবেন । এরপর এটিতে ক্লিক করুন । ক্লিক করার পর এখানে Location Access নামের আরো একটি অপশোন পাবেন এবং এটি নিচে Location Mode এর আন্ডারে ৩ টি অপশোন পেয়ে যাবে ।

  • High Accuracy 
  • Buttery Saving
  • Device Only 
এখানে আপনার ফোনে High Accuracy অপশন টা সেভ করা থাকবে আপনাকে এটা পরিবর্তন করে Buttery Saving অপশনটিতে ক্লিক করে দিতে হবে ।

এবং নিচেই scanning নামের আরো একটি অপশোন পেয়ে যাবেন এটিতে ক্লিক করে Wifi And Bluetooth Scanning দুটো অফ করে দিবেন । 

এই দুটি সেটিং ওপেন রাখলে আপনার ফোনের আশেপাশে থাকা Wifi And Bluetooth ফোন সব সময় স্ক্যান করতে থাকে ফলে আপনার ফোনের প্রসেসর সব সময় সচল থাকে এর ফলে গরম হয়ে যায় এবং ফোন হ্যাং করে ।


Brightness:

আমরা অনেকেই আছি ডিস্প্লেতে সব সময় ব্রাইটনেস অনেক বেশি দেওয়া থাকে । এই দিকটা অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে । অধিক ডিস্প্লের আলো যেমন চোখের জন্য ক্ষতিকর ঠিক তেমনি আমাদের ফোনের ব্যাটারির জন্যেও এটি অনেক সমস্যাময় । তাই চেষ্টা করবেন খুব বেশী প্রয়োজন ছাড়া অধিক ব্রাইটনেস ব্যাবহার না করতে ।


 Screen Time:

ফোনের Screen Timeout অপশোন টি অবশ্যই গুরুত্বপুর্ণ । আমাদের অনেকেরই ফোনের স্ক্রীনটাইম অনেক বেশী বাড়ানো থাকে যার কারণে আমরা কোন কারণে ফোন লক করতে ভুলে গেলে দীর্ঘসময় আমাদের ফোনের ডিসপ্লের আলো জ্বোলতে থাকে ফলে আমাদের ফোনের চার্জ খুব দ্রুত শেষ হতে থাকে । এবং আমাদের ফোনের প্রসেসর গরম হতে থাকে । এর একসময় গরম থেকেই ফোনটি হ্যাং করে ।

 




Share This :
Admin