MASIGNCLEAN101

Oppo F21 Pro Price In Bangladesh And Bangla Review.

আসসালামু-ওয়ালিকুম । আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজকে চলে এলাম Oppo সিরিজ এর F21 Pro ফোনটির রিভিউ নিয়ে । বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এই ফোনটি । ফোনটি ইতমধ্যেই তার লুক এর জন্য এপার বাংলা এবং ওপার বাংলাতে ব্যাপক ভাবে সারা ফেলে দিয়েছে ।

ফোনটির দাম রাখা হয়েছে ২৭,৯৯০ টাকা । আজকে আমরা কথা বলব এই দামে এই ফোনটির স্পেসিফিকেশন টি আমাদের জন্য যথাযথ কিনা । অর্থাৎ এই প্রাইজে এই ফোনটি নেওয়া আমাদের জন্য ঠিক হবে কিনা 



প্রথমেই না বলবেই নয় ফোনটিতে এমন এমন নতুন নতুন চমকপ্রদ কিছু ফিচার রয়েছে যা এখন পর্যন্ত অন্য কোন ফোন ইন্ডাজট্রি নিয়ে আসেনি ।


প্রথমেই জেনে নেওয়া যাক ফোনটির জনপ্রিয় কিছু স্পেসিফিকেশন 


ফোনটিতে যা যা রয়েছে : Oppo f21 pro Specifications :
  • দাম : 27990 টাকা ।

  • ডিসপ্লে : 6.43 inches এমুলেড  ডিসপ্লে ।
  • র‍্যাম/যার্ম : 8 জিবি র‍্যাম
  • রোম/স্টোরেজ : 128 জিবি
  • মেইন ক্যামেরা: 64 মেগাপিক্সেল ( ব্যাক ) ৩২ মেগাপিক্সেল ( সেলফি )
  • প্রসেসর :  Snapdragon 680.
  • সিকিউরিটি : FingerPrint .
  • ওপারেটিং সিস্টেম : Android 12 OS and Color OS 12.1 UI.
  • ব্যাটারি : 4,500mAh battery that supports 33W fast charging.


Oppo F21 Pro 4G full specifications: জেনে নেওয়া যাক ফোনটি নিয়ে বিস্তারিত :

Display :
Oppo f21 Pro ফোনটিতে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি AMOLED ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16.7মিলিওন রঙ সমর্থিত পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটির রেজোলিউশন 1080 x 2400 পিক্সেল, এবং এর PPI 409।


Body And Sensors :
ফোনটিতে সামনে এবং পিছনে (Gorilla Glass 5) ব্যাবহার করা হয়েছেে, এবং মোবাইলটির উচ্চতা 160 মি.মি. চওড়া 73.2 মি.মি. এবং পুরুত্ব 7.49 / 7.54 মি.মি. । ফোনটির ওজন 175 গ্রাম । মোবাইলটি বাজারে ২টি রঙে পাওয়া যাচ্ছে। রঙগুলি হল মহাজাগতিক কালো এবং সূর্যাস্ত কমলা। সেন্সর হচ্ছে Accelerometer, gyro, proximity, compass, pedometer sensor। আন্ডার-ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকও রয়েছে ।


Network :
ফোনটিতে 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সুবিধা রয়েছে। তাছাড়া GPRS এবং EDGE সুবিধাও রয়েছে। ফোনে HSPA 42.2/5.76 Mbps, LTE-A Speed.


Performance :
ফোটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে Android 12 এবং প্রসেসর হিসেবে দেওয়া আছে Qualcomm SM6225 Snapdragon 680 4G (6 nm), Octa-core (4×2.4 GHz Kryo 265 Gold & 4×1.9 GHz Kryo 265 Silver).


Ram and Rom :
কোম্পানি ফোনটি 8GB/128GB এবং 8GB/256GB এর দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। অনুমান করা যাচ্ছে গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স, র‍্যাম মোটামুটি ভালোই কাজ করবে । FHD-মানের গ্রাফিক্স গেমগুলি সহজেই চালানো যাবে এবং বেশ মসৃণভাবে খেলা যাবে।


Camera :
ফোনের পিছনে 64MP+2MP+2MP এর মোট ৩ টি ক্যামেরা রয়েছে যা দিয়ে সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 1080p@30fps ভিডিও রেকর্ড করা যাবে বলে আমরা আশাবাদী । এছাড়াও ফোনটির সামনে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে সুন্দর মানের ছবি এবং সেলফি তোলা যেতে পারে। সামনের ক্যামেরা দিয়ে সর্বাধিক 1080p@30fps ভিডিও রেকর্ড করা যাবে৷ ফোনের ক্যামেরা দিয়ে উচ্চ-মানের সেলফির কাজ অনায়াসে করা যাবে বলে আমরা আশাবাদী।


Battery : 

মোবাইলটিতে একটি নন-রিমুভেবল Li-Polymer 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে গড়ে 96 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 12 ঘন্টা নেট ব্রাউজিং পেতে পারেন। সম্পূর্ণ চার্জে, আপনি 3G-তে প্রায় 31 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। 33W ফাস্ট চার্জিং সহ ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 65 মিনিট সময় নেবে।



Share This :
  আল-ফাত্তাহ্

আমি একটি সাধারণ পরিবারের, অতি সাধারণ ছেলে। লিখতে ভালো লাগে তাই লিখি। এবং আরো ভালো লাগে যদি আমার লেখা পড়ে কেও উপকৃত হয়৷